সিলেটের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির ‘সভাপতি’ নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর একান্ত সচিব এবং সাবেক ছাত্রনেতা ময়নুল হক।
একই কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবনেতা মোহাম্মদ মোনায়েম খান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত স্মারক পত্রে তাদের নিয়োগের সত্যতা নিশ্চিত করে গত ২৮ জুলাই কলেজের অধ্যক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।