আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের ওসমানীনগর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের সনাতনী ধর্মাবলম্বীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
এসময় আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন লুনা। একই সঙ্গে সনাতনী সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় দলের নেতাকর্মীরা আন্তরিক হয়ে কাজ করবেন বলে জানান তিনি ।
গোয়ালাবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সত্যেন্দ্র কুমার পাল কানু’র সভাপতিত্বে ও শংকর লাল সেনের পরিচালনায় মতবিনিয় সভা পরিচালন করেন। এসময় বিপুল সংখ্যক সনাতনীরা অংশগ্রহণ করেন।