পদোন্নতি পেয়ে স্টাফ রিপোর্টার হয়েছেন ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস ইউকে’র বিশ্বনাথ-প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের। আগামি ০১ জানুয়ারি ২০২৫ইং থেকে তার এই নিয়োগ কার্যকর করা হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল এস ইউকে সিলেট অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিদ্যা ভূষণ সরকার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৫ ডিসেম্বর) সিলেট নগরীর একটি অভিযাত হোটেলে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক খায়েরের হাতে নিয়োগ ও পরিচয়পত্র তুলে দেন ‘চ্যানেল এস টেলিভিশন ইউকে’র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল।
এসময় ঈশিতা টেলিমিডিয়ার এমডি নকুল দাশ, ‘চ্যানেল এস ইউকে’র চ্যারিটি বিভাগের প্রধান এস হাসান রহমান, ‘চ্যানেল এস ইউকে’ সিলেট নিউজ টিমের প্রধান মঈন উদ্দিন মঞ্জু, চীফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা বিদ্যা ভূষণ সরকার ও ক্যমেরা পার্সন শামীম আহমদ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রতিনিধি থেকে ষ্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পাওয়ায় ‘চ্যানেল এস টেলিভিশন ইউকে’র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, চ্যানেল এস ইউকে সিলেট নিউজ টিমের প্রধান মঈন উদ্দিন মঞ্জু, চীফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীসহ চ্যানেল এস ইউকে’র লন্ডন ও বাংলাদেশ অফিস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক খায়ের।
এছাড়া প্রেস সংক্রান্ত যেকোন প্রয়োজনে প্রবাসী অধ্যুষিত বৃহত্তর সিলেটের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, প্রবাসী দাতাসহ সকল সূধীজনের সহযোগীতাও কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ‘চ্যানেল এস টেলিভিশন ইউকে’র বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্বপালন করছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। এছাড়াও তিনি বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় দৈনিক ‘সিলেট মিরর’ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।