আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের (বিশ্বনাথ) সদস্য পদে উপ- নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামিম আহমদ।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার সিলেট ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর কাউন্সিলর শামিম আহমদ, নারী কাউন্সিলর লাকি বেগম, ইউপি সদস্য আফিজ আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মনোনয়ন দাখিল শেষে সদস্য প্রার্থী শামিম আহমদ উপজেলাবাসীসহ উপজেলার সকল জনপ্রতিনিধি ও প্রবাসীদের সহযেগিতা এবং দোয়া কামনা করেছেন।
শামিম আহমদ ছাড়াও সদস্য পদে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য ও জাপা নেতা সহল আল রাজী চৌধুরী, যুবলীগ নেতা আক্তার হোসেন মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৪ জুলাই, বাছাইয়ের তারিখ ৫ জুলাই, বাছাইয়ে বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই। আগামী ২৭ জুলাই সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিতা হবে। ভোট দিবেন উপজেলা পরিষদ, পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিশ্বনাথ উপজেলায় নির্বাচনে অংশ নিতে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য পদ থেকে পদত্যাগ করলে পদটি শুন্য হয়।