সিলেটের বিশ্বনাথে নান্দনিক, দর্শনীয় ও ঐতিহ্যের সব উপহার সামগ্রীর সমাহার নিয়ে উদ্বোধন হয়েছে ফাইয়াজ সৌখিন গ্যালারী। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পৌর শহরের একমাত্র শপিংমল আলহেরা শপিং সিটির নিচতলার ১৩৫ নং দোকানে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং বিশ্বনাথ আউটলেটের মালিক ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা সাংবাদিক মিছবাহ উদ্দিন ক্রেতাদের জন্য ঐতিহ্য আর নান্দনিক সব পণ্যের সমাহারের এ শোরুম করেন। শোরুমটি শোভা পাচ্ছে মাটির হাঁড়ি-পাতিল, থালাবাসন, পাঠের তৈরি বহুমূখী পণ্য, বেত ও বাঁশের তৈরি পণ্যসহ নান্দনিক ও ঐতিহ্যের সব দেশী-বিদেশী শোপিছ। পাশাপাশি সকল পণ্য স্বল্প মূল্যে বিক্রি করা জন্য বিশেষ ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা ইমদাদুল ইসলাম রাজু।
উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, নবীন সোহেল, সদস্য সালেহ আহমদ সাকী, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দে, সমুজ আহমদ সায়মন, মাদ্রাসা শিক্ষক সৈয়দ মোবাশ্বির আলী, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, মারুফ খান, নতুন বাজারের ব্যবসায়ী রফিজ আলী, ব্যবসায়ী আল আমিন, সাইম মিয়া, হাফিজ ইমরান আহমদ। শুরুতেই মিলাদ পরিচালনা করেন সংগঠক আশরাফ উল্লাহ। মোনাজাত পরিচলনা করেন, আলহেরা মার্কেট মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোকানে বিশেষ ছাড় ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং বিশ্বনাথ আউটলেটে একাউন্ট করলেই ফ্রি গিফটের ব্যবস্থা করেছেন প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মিছবাহ উদ্দিন।