বিগত ৫ বছর ধরে ৭০জন গরীব অসচ্ছল নারী-পুরুষদের নিয়মিত মাসিক ভাতা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম। তিনি সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামের বাসিন্দা।
পৌর এলাকার ১নং ওয়ার্ডের ৭০জন গরীব অসচ্ছল নারী-পুরুষদের প্রতি মাসে ৩০০ টাকা হারে এ ভাতা প্রদান করছেন তিনি। প্রতি তিনমাস অন্তর অন্তর ভাতাপ্রাপ্তদের হাতে ভাতার টাকা ৯০০ টাকা ও ভাড়াসহ মোট ১ হাজার টাকা এবং খাবার প্যাকেট তুলে দেন। প্রবাসী আব্দুল কালামের পিতা হাজী রইছ আলী, মাতা মোছা. আমিরুন বিবি ও বড়ভাই হাজী আব্দুর রহিম স্মরণে এ উদ্যোগ গ্রহণ করেন এবাসী আব্দুল কালাম। নিয়মিত ভাতা বিতরণের জন্য তিনি স্থানীয় গণ্যমান্য ও সংগঠকদের নিয়ে গরীব অসহায় কল্যাণ ফান্ড নামের একটি সংগঠনও করেছেন। ভাতাপ্রাপ্তদের মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত তাদের হাতে ভাতার টাকা পৌছে দিবেন বলেও প্রতিশ্রুতি দেন এ প্রবাসী।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩ টায় প্রবাসীর নিজ বাড়িতে ভাতা বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান। এসময় তারা প্রবাসীর এ মানবিক ও ব্যতিক্রমি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
গরীব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের সভাপতিত্বে ও কল্যাণ ফান্ডের অন্যতম সদস্য ছাত্রনেতা আব্দুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বাবরুল হোসেন বাবুল, যুক্তরাষ্ট্র প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মনির আহমদ, সাবেক ছাত্র নেতা প্রবাসী আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুছ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, কল্যাণ ফান্ডের উপদেষ্ঠা সমছু মিয়া লালা, সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক রাজুক মিয়া রাজ্জাক।