সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাব (বিশ্বনাথ প্রেসক্লাব) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাকের নিয়মিত কলাম লেখক, বিশ্বনাথের ডাক টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও প্রকাশক প্রবীন সাংবাদিক এএইচএম ফিরুজ আলীকে মোবাইল ফোনে গত কয়েক দিন ধরে একটি সন্ত্রাসী চক্র খুন-গুম করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন তিনি। যার নং ১০৭০ (তাং ২০.০১.২৫ইং)।
সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দেশী-বিদেশী একাধিক ফোন নাম্বার ব্যবহার করে বিশ্বনাথের প্রবীন সাংবাদিক এএইচএম ফিরুজ আলীকে মোবাইল ফোনে একটি সন্ত্রাসী চক্র খুন-গুমের হুমকি দিয়ে আসছে।
সন্ত্রাসীরা তাকে বাসা-বাড়িতে পেলে পুড়িয়ে এবং রাস্তাঘাটে খুন-গুম করে ফেলার হুমকি প্রদান করছে।
হুমকিদাতারা বিদেশে থাকা সাংবাদিকের ছেলে-মেয়েকে হত্যা ও অপহরণেরও হুমকি প্রদান করেছে। সাংবাদিক ফিরুজ আলী এবং তার আত্মীয়-স্বজন ও পরিচিত মহলের অনেককে অবহিত করেছেন। এছাড়া ভবিষ্যৎ নিরাপত্তার জন্য থানা সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।
এদিকে, প্রবীণ সাংবাদিককে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন)।
বিজ্ঞপ্তিতে তারা তদন্ত সাপেক্ষে দ্রুত খুন-গুমের হুমকি প্রদানকারী ওই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
আরও নিন্দা জানিয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (রুপালি বাংলাদেশ), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (বার্তা২৪), সদস্য এমআর টুনু তালুকদার (আনন্দটিভি), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), রুহেল উদ্দিন (গণমুক্তি), নবীন সোহেল (কালবেলা), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।