দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি বলেছেন, বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার রয়েছে। তাই সিলেটে বন্যার্তদের জন্যে নগদ ২০ লাখ টাকা ঘোষণা করা হলো। তারমধ্যে ১০ লাখ টাকার শিশুখাদ্য, ১০ লাখ টাকার গবাদি পশুর খাদ্য। আর ৫ শত মেট্টিক টন চাল এবং ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্ধ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ওই ত্রাণ কার্যক্রম আরোও বৃদ্ধি করা হবে বলে প্রতিমন্ত্রী বলেন।
বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ভারতের পাহাড়ি ঢলে আর বারিবর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি পরিদর্শন ও উপজেলার লামাকাজীর এক্সেল রোডের পাশে ৮শত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শোষিত মানুষের বলিষ্ট কণ্ঠস্বর। যার সুদক্ষ নেতৃত্বে দেশের পাশাপাশি তুরষ্ক-নেপাল’সহ বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসীত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, শুধু বন্যা নয় সকল দুর্যোগ সমস্যায় আপনাদের পাশে আছি, থাকব এবং আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। কেউ ধৈর্য হারাবেন না আপনাদের পাশে শেখ হাসিনার সরকার আছে।
পরে দুই প্রতিমন্ত্রী একসাথে উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, রামপাশা, পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।
বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল ‘চাল, ডাল, তেল, আলু, লবন, ছিড়া, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদের, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দু পাল প্রমুখ।