সিলেটের বিশ্বনাথে বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুল পরিদর্শন করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে‘র অন্যতম ট্রাস্টি আতিকুর রহমান বুলবুল। বৃহস্পতিবারে পরিদর্শনকালে স্কুলের শিক্ষক ও পরিচালকগণের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । এরআগে স্কুলটি পরিদর্শনে যান উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে‘র সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সহ-সভাপতি মিছবাহ উদ্দিন,ট্রাস্টের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কবির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শেখ মবশ্বীর আলী, নেছার আলী লিলু, মাসুক মিয়া। এসময় সাথে ছিলেন বিশ্বনাথ সরকারি রামসুন্দর মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বারী প্রমুখ।
সংক্ষিপ্ত পরিসরে স্কুলের পক্ষ থেকে এ সময় সম্মানিত ট্রাস্টিবৃন্দের জন্য তাৎক্ষণিক এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অতিথিবৃন্দকে স্কুল গেইটে সর্বপ্রথম ফুল দিয়ে বরণ করে স্কুলের শিক্ষার্থী সালওয়ান আহমদ, আব্দুস শহীদ লাসান,তাহমিদ আহমদ, জিসান আহমদ, মাহদি আহমদ, আরিফ হোসেন, আধ্রিকা দাশ,ইভা বেগম,হুমায়রা জান্নাত, খাদিজা বেগম, নাশাত সালমা, তাসকিন আক্তার ও ইভানা পারভীন ।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব শহীদ আহমদের সভাপতিত্বে পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে ও স্কুলের সহুকারী শিক্ষক মুনসুর আহমদের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ।
সভায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সুহেল আহমদ, ফরিদ আহমদ, সেবুল মিয়া,মখতার আলী, স্বপন কুমার, রুশন আলী, সৈয়দ আশরাফ হোসেন প্রমুখ।