‘আগামী প্রজন্মকে সক্ষম করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক দুুর্যোগ প্রশমন পালন করেছে উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিশ্বনাথ স্টেশনের স্টেশন অফিসার আকরামুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিয়াম ল্যাবরেটরী স্কুল এবন্ড কলেজের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুুরী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, রেডক্রিসেন্ট বিশ্বনাথ শাখার সদস্য সাদাত বিন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিশ্বনাথ স্টেশনের স্টেশন’র সদস্য, সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও রেডক্রিসেন্ট বিশ্বনাথ শাখার সদস্যরা।