প্রথমবারের মতো সিলেটের বিশ্বনাথে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯জন যুক্তরাজ্য প্রবাসীসহ ১১জন মিলে বিশাল বিনিয়োগে গড়ে তুলেছেন পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত শাহজালাল কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রি নামের পোড়া ইটের বিকল্প ব্লক ও পার্কিং টাইলস তৈরির বিশাল প্রতিষ্ঠান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফিতা কেটে উপজেলার বিশ্বনাথ-রামপাশা রোডের কাদিপুর আজিজনগর ইটভাটা নামক স্থানে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। পরে এ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামেয়া মাদানিয়া মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম ছমির। উপস্থিত ছিলেন মাদানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান ও মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ।
ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী মুমিন খান মুন্না।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, প্রতিষ্ঠানের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী রায়হান আহমদ মনির, সেলিম মিয়া, সেবুল মিয়া, মকবুল মিয়া, ফারুক মিয়া ও ব্যবসায়ী নজির আলী, প্রতাব আলী, সমাজসেবক হেলাল মিয়া, স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী, ছাত্রদল নেতা ফখরুল রেজা, শাহ টিপু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। শেষে এক মধ্যাহ্নভোজে অংশ নেন অতিথিসহ আগতরা।
শাহজালাল কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রি’র পরিচালকরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী ময়ুর মিয়া, রায়হান আহমদ মনির, সেলিম মিয়া, ফারুক মিয়া, ইকবাল চৌধুরী, মকবুল মিয়া, সেবুল মিয়া, সামছুল হোসেন, নুরুল হক, ব্যবসায়ী নজির আলী ও প্রতাব আলী।
প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক সেবুল মিয়া জানান, পোড়াা ইটের বিকল্প হিসেবে স্থাপনা, রাস্তাঘাট বা ইমারত নির্মানের জন্য ব্লক ও পার্কিং টাইলসের প্রায় ৩০ ধরনের আইটেম এখানে দূষণমুক্ত পরিবেশে উৎপাদিত হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষেই তাদের এ বিনিয়োগ। এর পাশাপাশি আরও দুটি প্রতিষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের।