সিলেটের বিশ্বনাথে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মনজুুরুল করিম মহসিন। প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাবি সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বাছিত।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ শুয়াইবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছাব্বির হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আকতার আলী, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুর, সিলেট জেলা আল ইসলাহ অর্থ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ উপজেলা শাখার সহ সভাপতি তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শুয়াইব আহমদ আশরাফ, সদস্য আব্দুল হামিদ, সাবেক সদস্য হাফিজ গোলজার আলী, আল মুছিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাফি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সহ সভাপতি নুরুল ইসলাম, তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জহিরুল ইসলাম মাহদি, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুর রহমান শাহান, অর্থ সম্পাদক কাওছার আহমদ খান, অফিস সম্পাদক নুর উদ্দিন তালুকদার, সহ অফিস সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরান হোসেন, সদস্য আব্দুল হামিদ, মোস্তফা মারুফ, ইমন হোসেন, আক্তার হোসেন, আব্দুস সোবহান ফাহিম। শেখ নাদিম মোস্তফা’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে না’তে রাসূল পরিবেশন করেন সিঙ্গেকাছ আঞ্চলিক শাখার প্রচার সম্পাদক সালাম আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আলম।
কৃতি সংবর্ধনা সভা শেষে ১৭৫ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।