সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের অন্যতম সমন্বয়ক মুমিন খান মুন্না।
বক্তব্যে তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। এই যুব-সমাজই আজ বাংলাদেশের কান্ডারি। বাংলাদেশকে একটি সুন্দর ও উন্নত দেশ গড়তে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে দূরে রাখতে’ বলে মনে করেন তিনি।
ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সিলেটের গ্রীণবাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যকার বেলাল আহমদ মুরাদ ও সদস্য বিপ্লব কুমার এষ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।
উদ্বোধনী ম্যাচে সুপার স্টার ক্রিকেট ক্লাবকে ১০১ রানে হারিয়ে বিজয়ী হয় তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব।