‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ‘সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন শারমিন এস মুরশিদ, উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও বিশ্বনাথ পৌরসভার প্রশাসক আলাউদ্দিন কাদের।
এতে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার মুক্তা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খাঁন, জুলাই যোদ্ধা আমজাদ আলী, শামীম আহমদ ও লায়েক আহমদ।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগী বিলকিস আক্তার এবং সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগী রাবেয়া বেগম তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এবং শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হয়।