সিলেটের বিশ্বনাথে তিনব্যপী কৃষি মেলা-২০২৪ এর আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওয়াতায় এ মেলার উদ্বোধন করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, কৃষক সেলিম মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত আচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, মহিলা ভাইস-চেয়ারম্যান করিমা বেগম, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান ইমাম উদ্দিন, কবির হোসেন ধলা মিয়া, ফখরুল ইসলাম মতছিন, আরব খান, এমাদ উদ্দিন খান, দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ মেলায় অংশগ্রহণকারী কৃষকগণ।