সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের’র নেতৃত্বে উপজেলা সদরের পুরান বাজারে নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণে রাখতে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন তিনি।
এসময় বাসিয়া সেতু হতে পুরাতন বাজার পর্যন্ত দোকান সমূহের অবৈধ ও রাস্তা দখল করে রাখা মালামালসহ জিনিসপত্র অপসারণ করা হয়। পাশাপাশি সিএনজি স্ট্যান্ডকে সঠিকভাবে গাড়ি রাখা ও চলাচল করতে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুুল কালাম আজাদ, বিশ্বনাথ থানার একদল পুলিশ সদস্য ও বিশ্বনাথ পৌরসভার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে ৩টি মামলাসহ টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে ও সহযোগিতায় এ ধরণের কার্যক্রম চলমান আছে।