প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে ১৭ জানুয়ারী প্রথম তৈয়বুর রহমান হুমায়ুন পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্নামেন্ট এর পর্দা উঠবে। শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা ও খেলার ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সাথী স্পোর্টিং ক্লাব কাশিমপুর’র উদ্যোগে উপজেলার ময়নাগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়েছে।
প্রথম তৈয়বুর রহমান হুমায়ুন পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্নামেন্টটি দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে সিলেট বিভাগের বাছাইকৃত ১৬টি দল অংশগ্রহন করবে এবং খেলায় চ্যাম্পিয়ন টিমকে নগদ ১হাজার পাউন্ড ও রানার্স আপ টিম পাবেন ৫শত পাউন্ড প্রাইজমানি। প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচে খেলোয়াড়দের জন্য থাকছে ১০পাউন্ড প্রাইজমানি। এছাড়াও প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
সাথী স্পোর্টিং ক্লাবের সভাপতি কবির উদ্দিন সুজন’র সভাপতিত্বে ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল ইসলাম’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিমপুর গ্রামের প্রবিন মুরব্বি নুর উদ্দিন, তৈয়ব আলী, হান্নান মিয়া, হিফজুর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ফুটবলার নিজাম উদ্দিন, সাবেক ফুটবলার তাজুল ইসলাম, সাথি স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিমুর রহমান শাহিন, সাথী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ খান।
উদ্বোধনী ম্যাচ লালাপুর ইউনাইটেড এফসি ইনাতগঞ্জ বনাম দৌলতপুর ইউনিয়ন ফুটবল একাদশ, দ্বিতীয় ম্যাচ খাজাস্সি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বিশ্বনাথ উপজেলা খেলোয়ার কল্যান সমিতি, তৃতীয় ম্যাচ গোলাপগঞ্জ সবুজ সংঘ ফুটবল একাডেমি বনাম ভাই ব্রাদার্স ফ্রেন্ডস ক্লাব, দক্ষিন জগন্নাথপুর, চতুর্থ ম্যাচ আসাইদ সোহাগ ফুটবল একাডেমি শেরপুর, সরকার বাজার বনাম তাজপুর ইউ,পি, পঞ্চম ম্যাচ এফ, সি, বার্সা- আশুগঞ্জ রামপাশা বনাম জে.এফ. সি জাহারগাও বিশ্বনাথ, ষষ্ঠ ম্যাচ সাথী স্পোর্টিং ক্লাব কাশিমপুর বনাম ইলেভেন স্টার ফুটবল একাডেমি উমরপুর–ইউ, পি, ওসমানীনগর, সপ্তম ম্যাচ পি ওয়াই ও এফসি- সিলেট বনাম নাছির লস্কর ফুটবল একাডেমি জকিগঞ্জ, অষ্টম ম্যাচ কিংস্টার শ্রীরামুন্সী ফুটবল একাদশ বনাম বেশাখী ফুটবল একাডেমি, সাদীপুর, শেরপুর মধ্যে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রন করেছে আয়োজক কমিটি।