সিলেটের বিশ্বনাথে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাস করণের লক্ষ্যে মাঠ দিবস পালন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার (১০ মে) বিকেলে উপজেলার ২০০ জন কৃষক নিয়ে রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ মাঠ দিবস ও মাশরুম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট (খামারবাড়ি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
বক্তরা বলেছেন, বিশ্বনাথে মাশরুম চাষ করে পুষ্টির অভাব পুরণ করা সম্ভব। এ এলাকায় মাশরুম চাষের বিপুল সম্ভাবনা আছে। মাশরুম চাষ করে এ এলাকার দারিদ্র কমিয়ে আনা সম্ভব। বিশ্বনাথে মাশরুম চাষকে আরো লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অফিস গুণগত মান সম্পন্ন বীজ উৎপাদনের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। সেজন্য কৃষি বিভাগের সাথে কৃষকদের যোগাযোগ রাখার পরামর্শ দেন কৃষিবিদ বক্তারা। বক্তারা মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন অতিথিরা।
স্থানীয় ইউপি সদস্য আয়াজ আলীর সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, উদ্যান তত্ত্ববীদ হরটিকালচার রাকিবুল ইসলাম রুমন, অতিরিক্ত উপ-পরিচালক আনিসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। এছাড়াও আরো বক্তব্য রাখেন স্থানীয় মাশরুম উদ্যোক্তা আব্দুল করিম।
এসময় উপজেলার ২ শতাধিক কৃষক-কিষানি উপস্থিত ছিলেন।