সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২০২৫। অনলাইন নিউজ পোর্টাল বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে এবং প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় কোরআন এর হোফেজদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বনাথ মডেল মসজিদের হলরুমে প্রতিযোগিতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ।
বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ ঘোষণার পর বক্তব্য রাখেন প্রতিযোগিতার উপদেষ্টা বিশ্বনাথের জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, দশপাইকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, জামেয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
প্রতিযোগিতার ঘোষণাকালে জানানো হয়, বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ এ জন্মসূত্রে বিশ্বনাথের বাসিন্দা এবং সর্বোচ্চ ২০ বছর বয়সের পূর্ণাঙ্গ কুরআনের হাফেজগণ অংশ নিতে পারবেন। সম্ভাব্য আগামি ৮ এপ্রিল থেকে প্রথমে ইউনিয়নভিত্তিক বাছাই শুরু হবে। প্রতিটি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩ জন করে হাফেজ নিয়ে উপজেলায় অনুষ্ঠিত হবে গ্রান্ড ফাইনাল। ফাইনালে যিনি বিশ্বনাথ সেরা হাফেজ হিসেবে বিজয়ী হবেন, পুরস্কার হিসেবে তিনি পাবেন নগদ ৫০ হাজার টাকা। দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী হাফেজ পুরস্কার হিসেবে পাবেন নগদ ১০ হাজার টাকা। এছাড়াও, ফাইনালে অংশগ্রহণ করে বিজয়ী হতে না পারা প্রত্যেক প্রতিযোগি পাবেন বিশেষ সম্মাননা পুরস্কার। ইউনিয়নভিত্তিক বাছাই ও ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগিকে দেওয়া হবে যাতায়াত খরচও।
ঘোষণাকালে আরও জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদনপত্র বিতরণ শুরু হবে ৫ মার্চ এবং শেষ হবে ২৫ মার্চ। আবেদনপত্র সংগ্রহ করতে হবে বিশ্বনাথনিউজের অস্থায়ী অফিস বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের হাজী ইন্তাজ আলী মার্কেটের নীচতলা থেকে। জমা দিতে হবে একই ঠিকানায়। এছাড়াও, যেকোনো প্রয়োজনে ০১৭১৭-৯৩০৭৯৫, ০১৭৩১-৮৭৫৪১২, ০১৭১৯-৪২৪৮৫২, ০১৭৪৬-২৮৭৭২২ নাম্বারে যোগাযোগ করা যাবে।
বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মকরম আলী আফরোজ, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি, আব্দুর রহিম রঞ্জু, বখতিয়ার খান, ফ্রান্স প্রবাসী লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সুফান ফারুক, কানাডা প্রবাসী এমআর আজিজ, যুক্তরাজ্য প্রবাসী আজম খান, আবুল হোসেন মামুন, আজিজুর রহমান রুমেল, আমিনুর রহমান আমিন, আব্দুল কুদ্দুস, হাসিনুজ্জামান নুরু, হাবিবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার উপদেষ্টা হযরত শাহাজালাল রহ. দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফেজিয়া মাদ্রাসা মোহাম্মদিয়া বোর্ডিং এতিমখানার বোর্ডিং সুপার হাফেজ সুজন মিয়া, বিশ্বনাথনিউজ কর্তৃপক্ষের নাজমুল ইসলাম জবির, মিয়ার বাজার হযরত শাহচান্দ শাহকালু ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আকমল হোসেন শাকুর, বিশ্বনাথনিউজের স্টাফ রিপোর্টার নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথনিউজ রিডার্চ ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সুবাহদার প্রমুখ।