এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলীম বলেন, দুই বছরে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট অনেক সফলতা অর্জন করেছে। এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে পৌর এলাকায় একটি স্টেডিয়াম নির্মাণসহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তিনি।
আরেক সংবর্ধিত অতিথি বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচিত সদস্য (প্রথম) নবীন সোহেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ট্রাস্টের বাংলাদেশ কমিটির সহ-সভাপতি রাসেল আহমদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে ট্রাস্টের সদস্য, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।