ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আজ বাংলাদেশে ঈদ Logo বিশ্বনাথ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সেবুল মিয়া Logo বিশ্বনাথ পৌরবাসীকে মুমিন খান মুন্না’র ঈদ শুভেচ্ছা Logo চাঁদ দেখা গেছে: সৌদি আরবে আজ ঈদ Logo বিশ্বনাথে স্বাধীণতা দিবস পালন করেছে প্রশাসনসহ রাজনৈতিক দল Logo ফ্রান্সে ‘বিশ্বনাথ উপজেলা যুবসমাজ’র ইফতার মাহফিল Logo বিশ্বনাথে হাজী ছোয়াব আলী ট্রাস্টের উদ্যোগে ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ Logo আওয়ামী দোসরা বিদেশে বসেও ষড়যন্ত্র করছে: নির্বাচনের আগ পর্যন্ত বিএনপিকে মাঠে থাকতে হবে Logo বিশ্বনাথে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদি জনতা Logo নান্দনিক উপহার সামগ্রীর নতুন ছোয়া: বিশ্বনাথে ফাইয়াজ সৌখিন গ্যালারীর উদ্বোধন

বিশ্বনাথে সংবাদ প্রকাশের পর সেতুর মুখে গর্ত সংস্কার

বিশ্বনাথে সেতুর মুখে গর্ত নিয়ে সংবাদ প্রকাশের পর নকিখালীতে ধেবে যাওয়া সেই সেতুর মুখ ও সড়কে খানাখন্দ ভরাটসহ উন্নয়নে কাজ শুরু করেছে সিলেট সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষএর আগে ওই সেতুর মুখ ধেবে গিয়ে গর্তের সৃষ্টি হলে প্রায় দুই সপ্তাহ অধিক সময় সংস্কারের অভাবে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত

এনিয়ে গত ২২ অক্টোবর জাতীয়সহ পত্রিকাসহ বিশ্বনাথকন্ঠ অনলাই সংস্করণে “বিশ্বনাথে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যানচলাচল” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে বিশ্বনাথ-লামকাজী এ সড়কের নকিখালী সেতুর ধেবে যাওয়া মুখ সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপদ (সওজ)।

প্রবীন সাংবাদিক ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ বলেন, সংস্কারের অভাবে পনেরদিন অধিক সময় নকিখালী সেতুর মুখের অবস্থা খুবই নাজুক ছিলো। জাতীয়সহ স্থানীয় অনলাইন পোর্টাল বিশ্বনাথকন্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের কাছে পৌঁছলে পরবর্তীতে সেতুর মুখসহ সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কার কাজ শুরু হওয়ায় চলাচলকারী যান চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) আমির হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে সেতুর মুখ ভরাটসহ বিশ্বনাথ-লামাকাজী সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কারের কাজ শুরু করি। শীঘ্র্রই সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আজ বাংলাদেশে ঈদ

বিশ্বনাথে সংবাদ প্রকাশের পর সেতুর মুখে গর্ত সংস্কার

আপডেট সময় ০৯:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

বিশ্বনাথে সেতুর মুখে গর্ত নিয়ে সংবাদ প্রকাশের পর নকিখালীতে ধেবে যাওয়া সেই সেতুর মুখ ও সড়কে খানাখন্দ ভরাটসহ উন্নয়নে কাজ শুরু করেছে সিলেট সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষএর আগে ওই সেতুর মুখ ধেবে গিয়ে গর্তের সৃষ্টি হলে প্রায় দুই সপ্তাহ অধিক সময় সংস্কারের অভাবে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত

এনিয়ে গত ২২ অক্টোবর জাতীয়সহ পত্রিকাসহ বিশ্বনাথকন্ঠ অনলাই সংস্করণে “বিশ্বনাথে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যানচলাচল” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে বিশ্বনাথ-লামকাজী এ সড়কের নকিখালী সেতুর ধেবে যাওয়া মুখ সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপদ (সওজ)।

প্রবীন সাংবাদিক ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ বলেন, সংস্কারের অভাবে পনেরদিন অধিক সময় নকিখালী সেতুর মুখের অবস্থা খুবই নাজুক ছিলো। জাতীয়সহ স্থানীয় অনলাইন পোর্টাল বিশ্বনাথকন্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের কাছে পৌঁছলে পরবর্তীতে সেতুর মুখসহ সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কার কাজ শুরু হওয়ায় চলাচলকারী যান চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) আমির হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে সেতুর মুখ ভরাটসহ বিশ্বনাথ-লামাকাজী সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কারের কাজ শুরু করি। শীঘ্র্রই সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে।