সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তার (ওসি) অফিস কক্ষে উপজেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে উপজেলার বিভিন্ন সমস্যা, মাদক, জুয়া, চোরাচালান, টাকা ব্যবসায়ীদের নির্যাতন নির্মূল, চুরি, ছিনতাই ও প্রবাসীদের হয়রানি রোধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের আহ্বান জানান।
এসব সমস্যার কথা শুনে রুবেল মিয়া এগুলো নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। অপরাধ নির্মূলে আমরা একসঙ্গে কাজ করতে চাই। তিনি বলেন, সবাই চায় একটি শান্তিপূর্ণ উপজেলা গড়তে। যেখানে হিংসা, দাঙ্গা, অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল হবে। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। তিনি সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পরে সাংবাদিকরা সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সিনিয়র সদস্য সালেহ আহমদ সাকী, সদস্য মিছবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন প্রমুখ। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সিনিয়র সদস্য তাজমুল আলী রাজু, প্রনাঞ্জয় বৈদ্য অপু, সদস্য সুজিত দেব, ফারুক আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল আলী, সমুহ আলী প্রমুখ। ইসলাম বেগ। , সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য মশিউর রহমান, রাজা মিয়া।
প্রসঙ্গত: পদোন্নতি পেয়ে গত ২২ সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় যোগ দেন রুবেল মিয়া। এর আগে তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন।