পবিত্র মাহে রামাদ্বান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে হাজী ছোয়াব আলী ট্রাস্টের উদ্যোগে ৪০টি পরিবারের মাঝে ১ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা ইলিয়াস আলী পাশার অর্থায়নে এ অর্থ বিতরণ করা হয়।
শুক্রবার (২১ মার্চ) পৌরসভার ১নং ওয়ার্ডের পৌদনাপুর গ্রামে প্রবাসীর বাড়িতে অর্থ বিতরণ উপলক্ষে সূধীজনদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা শাহ আলম নানাভাই, যুক্তরাজ্য প্রবাসী হুশিয়ার আলম, সাবেক ইউপি মেম্বার রফিকুল ইসলাম, সংগঠক ও রাজনীতিবীদ রুবেল আহমদ। শাহপরান ইসলামী যুব সংস্থার সভাপতি এনামুল হকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শাহপরান ইসলামী যুব সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. কামরান আহমদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা জুয়েল আহমদ।
২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকল দূর্যোগ ও প্রতিটি রামাদ্বানে ও ঈদ পার্বনে এলাকার গরীব ও অসহায় পরিবারদের এবং আত্মমানবেতার সেবায় কাজ করে যাচ্ছে হাজী ছোয়াব আলী ট্রাস্ট। হযরত শাহপরান ইসলামী যুব সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. কামরান আহমদের ব্যবস্থাপনায় পৌদনাপুর ও পূর্ব অলংকারী গ্রামের ৪০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ নগদ টাকা বিতরণ করেন ট্রাস্টের প্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি হাজী ফজর আলী, সবুর আহমদ, সংগঠক মঈন উদ্দিন, ওলিউর রহমান, হারুনুর রশীদ, সংস্থার সাবেক সভাপতি মৌরশ আলী আরান, সহ সভাপতি নজরুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম, সংগঠক তানভির আহমদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।