পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ গরীব অসহায় ৫৫০জনকে ৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলার অলংকারী ইউনিয়নে ও পৌরসভার ১নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের প্রতিনিধিদের কাছে এ অর্থ বিতরনের জন্য তুলে দেয়া হয়।
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ বাবরুল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য সগীর আলী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠক আব্দুল মুকিত।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠক জাকির আহমদ, সুজন আহমদ, শেখ আব্দুস সামাদ, আতিকুর রহমান, মিজানুর রহমান, আব্দুল্লাহ’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।