পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে সভাপতি পদে (হরিণ) প্রতীকে ২২১ ভোট পেয়ে ‘সভাপতি’ নির্বাচিত হয়েছেন মোঃ আছাব আলী। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আলাল উদ্দিন (আনারস) প্রতীকে পেয়েছেন ১০২ ভোট।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে (দেয়ালঘড়ি) প্রতীকে ২২৯ ভোট পেয়ে ‘সাধারণ সম্পাদক’ নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আব্দুস সালাম (দোয়াতকলম) প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট। নির্বাচন কমিশনারের দায়ীত্বে ছিলেন শ্রমিক নেতা আহমদ আলী স্বপন।
নির্বাচনে সহ সভাপতি পদে (ট্রাক গাড়ী) প্রতীকে ১৭৩ ভোট পেয়ে ‘সহসভাপতি’ নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ গয়াছ মিয়া (ট্রাক্টর) প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।
এছাড়াও সদস্য পদে মোঃ আকবর আলী, মোঃ আব্দুল জলিল, মোঃ এমদাদুল হক ও মোঃ ওয়ারিছ আলী নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা করেন শ্রমিক সংগঠন ২১৫৯ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক গফুর মিয়া, কার্যকরী কমিটির সভাপতি আব্দুস সালামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।