পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনসাধারণ, প্রবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেবুল মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। ঈদুল ফিতর আমাদের জন্য এক অনন্য আনন্দের বার্তা নিয়ে আসে। এই দিনটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। আমি প্রার্থনা করি, এই ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
সেবুল মিয়া আরও বলেন, “বিশ্বনাথ উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।”
তিনি সকলকে নিয়ে একসাথে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। পরিশেষে, সেবুল মিয়া সকলের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও অর্থবহ ঈদ কামনা করেন। -বিজ্ঞপ্তি