জমকালো আয়োজনের মাধ্যমে সিলেটের বিশ্বনাথে দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার পনাউল্লাহ বাজার পয়েন্ট সংলগ্ন করিমুন নেছা মার্কেটে ফিতা কেটে ওয়ালটনের নতুন ওই শোরুম উদ্বোধন করেন সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: খালেদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মেল হোসেন, ব্যবসায়ী মো: শিশু মিয়া, আব্দুল বারী, মো: সফিক মিয়া, মুহিন মিয়া, তুরন মিয়া ও কামাল মিয়া, আজির খা, রুমেল মিয়া, আদহাম হোসেন প্রমূখ। এর পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
নতুন এই শোরুমে ফ্রিজ, টিভি, এসি, গ্যাসের চুলা, ইলেক্টিক কেতলী, আয়রন, রাইস কুকার সহ ইলেকট্রনিক সামগ্রী ছাড়াও ছোট সোনামনিদের ওয়াকার ও সাইকেল, গিফট সামগ্রী, মোবাইল এক্সসোরিজ ইত্যাদি সামগ্রী পাওয়া যাবে।