সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম. আসকির আলী বলেন, সত্য প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দেশ ও জাতি এগিয়ে নিতে সত্য প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। আমাদেরকেও বৈষম্যহীন সমাজগঠনে এবং বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষের মানউন্নয়নেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে সুযোগ পেলে প্রায় ১২ বছর ধরে নিখোঁজ থাকা গণমানুষের নেতা এম. ইলিয়াস আলীর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে সিলেট-২ আসনের তথা সিলেট অঞ্চলের খেলাধুলার উন্নয়নে কাজ করব।
রোববার (১২ জানুয়ারী) রাতে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়নশীপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪-২৫ইং’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন তিনি।
আছকির আরো বলেন, সুন্দর ও শান্তির সমাজ বিনির্মানের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও এগিয়ে নিতে হবে। আর খেলাধুলাকে উন্নত করে সামনের দিকে এগিয়ে নিতে বিত্তবান ও সামাজিকভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলা যেমন মানুষের শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে।
বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে ও বিশ্বনাথ স্পোটর্স অর্গানাইজেশন ইউকের অর্থায়নে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নাইক (মামুন-সুজন) জুটি ২-০ সেটে ভাই-ব্রাদার্স-১ (মুকিদ-আলম) জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন নাইক জুটির সুজন এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাই-ব্রাদার্স-১ জুটির মুকিদ। এছাড়া টুর্ণামেন্টের একমাত্র সেমি-ফাইনালে নাইক (মামুন-সুজন) জুটির কাছে ২-০ সেটে পরাজিত হয়ে টুর্ণামেন্টের তৃতীয় স্থান অধিকার করে ভাই-ব্রাদার্স-২ (শিপন-জাবেদ) জুটি।
বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম ফখর উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও কমিটির নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।