সিলেটের বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের অন্যমত সমন্বয়ক, প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, পৌরসভার সাবেক মেয়র প্রার্থী মুমিন খান মুন্না’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. গৌছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করে থাকেন। তাদের লেখনির মধ্য দিয়ে সমাজের চিত্র ফুটে উঠে এবং দেশকে আলোকিত করেন। বিগত দিনে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এখন আপনারা স্বাধীনভাবে অন্যায়ের বিরুদ্ধে লেখনির মাধ্যমে প্রতিবাদ করেন। ইতিমধ্যে বিশ্বনাথ উপজেলায় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছে মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না’র (দৈনিক যায়যায়দিন) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেল’র (দৈনিক কালবেলা) পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সায়েক শিকদার কয়েছ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল), এমআর টুনু তালুকদার (আনন্দটিভি)।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (বাংলাটিভি), অর্থ সম্পাদক আব্দুস সালাম (দৈনিক ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য মিছবাহ উদ্দিন (দৈনিক আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন), রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভোরের কাগজ), এনটিভি ইউরোপ ক্যামেরা পার্সন আফজল মিয়া।