সিলেটের বিশ্বনাথে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী স্বপন শিকদারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার হাবড়া বাজারস্থ সত্তিশ হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে ওই এলাকার ৮০জনকে এক হাজার টাকা মূল্যের কম্বল দেয়া হয়।
হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা কমিটির সভাপতি হাফিজ নুরুল আমিনের সভাপতিত্বে ও সংগঠক সাইদুর রহমানের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, সমাজ সেবক ক্বারী আংগুর মিয়া, সংগঠক ও ছড়াকার বিভাংশু গুণ বিভু। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির আলী। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা শফিকুর রহমান, সংগঠক সাইফুল শিকদার, জুবায়ের শিকদার, ইমরান আহমদ, হাফিজ মারুফ আহমদ। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দূর প্রবাসে থেকেও র্দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার আটপাড়া গ্রামের প্রয়াত হাজী ফিরোজ শিকদারের ছেলে ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা স্বপন শিকদার। করোনা মহামারি ও ভয়াবহ বন্যাসহ প্রতিটি দূর্যোগে ত্রাণ বিতরণ ও রমজানে ইফতার, প্রতি ঈদে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন। নিয়মিতভাবে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা ও নগদ টাকা বিতরণও করে থাকেন। এছাড়াও প্রতিনিয়ত এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে সহায়তা প্রদানসহ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন তিনি।