সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সাথে চা-চক্রের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই চা-চক্র অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা দক্ষিণের মজলিসে শুরা সদস্য, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬ বছর পরে দেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। এতদিন দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিলো। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ মুক্ত হয়েছে। সে সময়কার আমলে আমরা একটি রাতই ঘুমাতে পারি নাই। কিন্তু সব কিছুর উর্দ্ধে থেকে বিশ্বনাথবাসীকে নিয়ে আগামী দিনগুলো আমরা সকল মানুষের জন্য কাজ করতে চাই।
নিজাম সিদ্দিকী বলেন, এই উপজেলাকে জনবান্ধব এবং শান্তির সু-শৃঙ্খল উপজেলা গঠনে কাজ করতে চায় জামায়াতে ইসলাম। এজন্য প্রয়োজন সাংবাদিকসহ উপজেলা বাসীর সহযোগিতা।
সাংবাদিক ও বিশ্বনাথবাসীকে দাওয়াত করে নিজাম সিদ্দিকী আরও জানান, আগামী ৬ অক্টোবর রোববার উপজেলা ও পৌরসভার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যাপক আব্দুল হান্নান, সেক্রেটারী অধ্যক্ষ নজ্রুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এসময় আরো বক্তব্য রাখেন পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান, পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন সেক্রেটারী আব্দুল মুকসিত আখতার, পৌরসভা জামায়াতে ইসলামীর শ্রমিক সভাপতি শাহিন আহমদ রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম ও শুরা সদস্য আব্দুল মালিক, রামপাশা ইউনিয়নের সাবেক এসিস্টেন্ট সেক্রেটারি তাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক টিপু, উপজেলা সাবেক ছাত্র শিবির নেতা মোহাম্মদ মুছন আলী, জুয়েল আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন সাদী, পৌরসভা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আবু সাঈদ, দেওকলশ ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম, পৌরসভা ২নং ওয়ার্ড সভাপতি আমজাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।