বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সিলেটবাসীকে বন্যা থেকে বাঁচাতে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। বার বার সিলেটসহ সুনামগঞ্জের মানুষ বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্যা প্রাকৃতিভাবে হয়। তবে পাহাড়ি ঢলে আর সামান্য বৃষ্টিতে বন্যা হলেও সিলেটবাসী যাতে বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই দুই জেলার মানুষকে বন্যা থেকে রক্ষা করতে সব ধরনের কাজ করছে সরকার।
মঙ্গলবার বিকেল ৬টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এক্সেল পয়েন্টে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যাতে কষ্ট না পান এজন্য বন্যার্তদের পাশে দাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, তাই সকল দূর্যোগে সবার আগে আওয়ামী লীগকেই আপনারা পাশে পাবেন। জনগণের সকল সেবাই আওয়ামী আছে এবং থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় লামাকাজি ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক
সিলেটবাসীকে বন্যার কবল থেকে বাচাঁতে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- ৮৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ