প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে দারুল কুরআন ফয়েজে আম মাদ্রাসার বার্ষিক সম্মেলন, দোয়া, স্মৃতি স্মারক উন্মোচন ও নাশিদ অনুষ্ঠান আগামী ২৫ জানুয়ারী শনিবার ১০টা থেকে অনুষ্ঠিত হবে মাদ্রাসা মাঠে। মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন রহ. ও মাওলানা শামসুল ইসলাম রহ. এর স্মরণে বার্ষিক সম্মেলনে স্মৃতি স্মারক উম্মোচন হবে। এতে দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কলরবের নাশিদ শিল্পীগোষ্টি উপস্থিত থাকবেন।
মাহফিল সফল করার লক্ষে ১২ জানুয়ারি রোববার বাদ এশা মাদ্রাসা মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন ছাত্র মাওলানা উবায়দুল হক’কে আহবায়ক ও মাওলানা আব্দুল মতিন’কে সদস্য সচিব করা হয়।
যুগ্ম আহবায়ক করা হয় মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ওয়ারিছ উদ্দিন ও মাওলানা ছানাওর আলী। যুগ্ম-সদস্য সচিব করা হয় মাওলানা ফখরুল ইসলাম, মো. আব্দুল ওয়াহিদ ও মো. মুজাম্মিল আলী এবং মাওলানা শামসুল ইসলাম (মখন), মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আনসার আলী, মাওলানা জিয়াউল ইসলাম, হাফিজ আমিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আব্দুল হাফিজ, জুনাব আলী, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মো. খালেদ মিয়া, মাওলানা সাজিদুর রহমান, মঈনুল ইসলাম, মাওলানা ফারহান আহমদ, মো.হাবিবুর রহমান, বাবুল ইসলাম, সফিকুল ইসলাম, সোহেব মিয়া, ফয়জুর রহমানকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা মিলনায়তনে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। এতে পরামর্শ সভায় এলাকার সর্বস্তরের মুরব্বীয়ান ও যুবকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।