সিলেট জেলা প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণের আগে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলেন সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য (প্রথম) নবীন সোহেল। শনিবার (৪ জানুয়ারি) বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মাসিক সভায় সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন তিনি। নবীন সোহেল ২০২১ সাল থেকে টানা দুই মেয়াদে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সভায় শুন্য হওয়া সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় প্রেসক্লাবের সদস্য ও মানবজমিনের বিশ্বনাথ প্রতিনিধি আক্তার আহমদ শাহেদকে।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (রুপালি বাংলাদেশ), প্রচার সম্পাদক মশাহিদ আলী (সিলেট প্রতিদিন), সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), ছালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), রোহেল উদ্দিন (গণমুক্তি), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
উল্লেখ্য, সাংবাদিক নবীন সোহেল গত ২৮ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে কার্যনির্বাহী সদস্য (প্রথম) নির্বাচিত হন। তিনি বর্তমানে দৈনিক কালবেলা ও এনটিভি ইউরোপের বিশ্বনাথ প্রতিনিধি ও দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক পদে কর্মরত আছেন।