সিলেটের বিশ্বনাথে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী উপজেলার চারটি ইউনিয়ন রামপাশা, লামাকাজী, খাজাঞ্চি ও অলংকারী ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্কুল এন্ড কলেজের ৪টি স্পটে এ পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক বাস্তবায়নাধীন ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদশী রিটার্নী মাইগ্রেন্টস’ প্রত্যাশা- ২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় এ পটগান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে লামাকাজী বাজারে পটগান পরিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
র্পথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ আদর্শ উচ্চ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. রেন্টু আলী, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা বেগম প্রবাসবন্ধু ফোরাম বিশ্বনাথের তথ্য ও প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ইউপি সদস্য জিসু আচার্য্য, সুনাবান বিবি, সাংবাদিক আব্বাস হোসেন ইমরান, প্রবাস বন্ধুর সদস্য সাংবাদিক নুর উদ্দিন, সদস্য ও সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, সেচ্ছাসেবক আব্দুল আলিম, হাফছা বেগম, শুকরান আহমদ রানা, অনুষ্ঠান সমন্বয় করেন প্রোগ্রাম অর্গনাইজার মো. আনহার আলী।