সিলেটের বিশ্বনাথে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবন্দসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিনত হয়েছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ইলিয়াস প্রেমী তৃনমুল নেতাকর্মিরা দলে দলে মিছিল সহকারে উপজেলার রামসুন্দর হাইস্কুল মাঠে জড়ো হন। মিছিলে মিছিলে লোকে লোকারান্বিত হয়ে উঠে রাজপথ। এ যেন মিছিলের নগরীতে পরিনত হয়ে উঠে বিশ্বনাথ উপজেলা সদর।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মিছিলটি রামসুন্দর হাই স্কুল’র সামন থেকে বের হয়ে “দালালী আর চলবেনা-পিটের চামড়া থাকবেনা” “ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও”,“গুমের রাজনীতি চলবে না” বিভিন্ন স্লোগানে স্লোগানে বাসিয়া সেতুর উপর এসে শেষ হয়।
পরে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী সভাপতিত্বে ও সাধারণ স্মপাদক লিলু মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোনায়েম খান।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির আলী (জেলা যুবদলের যুগ্ম সম্পাদক), সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, সাঈদ আহমদ, নুরুজামান জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, মংলা মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।