সিলেটের বিশ্বনাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা কর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উদ্যোগে ও স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, দি ভ্যাকসিন এলাইন্স, পাথ ফাউন্ডেশন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ সংস্থার আর্থিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ অফিসার ডা. দিলোয়ার হোসেন সুমন বলেন, এ ক্যাম্পেইনে মূলত ৯ মাস থেকে ১৫ বছরের শিশু স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। বিশ্বনাথ উপজেলায় মোট টার্গেট ৪৭ হাজার ৯৯১জন শিশুদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে ১৬ হাজার ৩০১জন ঝড়ে পড়া শিশুদেরকে দেওয়া হবে এ টাইফয়েড ভ্যাকসিন।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে বলে ডা. সুমন আরো জানান, এ টাইফয়েড ভ্যাকসিন দিতে হলে প্রথমে প্রত্যেক শিশুদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ দিয়ে vaxepi.gov.bd ওয়েব সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা শিক্ষা অফিসার শাহিন মাহবুব, উপজেলা প্রকৌশল অফিসার আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, উপজেলা ইসলামী ফাউন্ডেশ’র ফ্লিড সুপারভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক কিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।