বিশ্বনাথকন্ঠ:: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারেন নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা ১০ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান প্রতীক বরাদ্ধ করেন। প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা ১৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনই হচ্ছেন ‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র’ প্রবাসী। আগামী ৮ মে উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৩৭ জন (পুরুষ ৯৭ হাজার ৬ জন ও মহিলা ৯১ হাজার ৩১ জন) ভোটার ৭৪টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ‘উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচিত করবেন।
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ঘরণার প্রার্থীদের মধ্যে প্রতীকপ্রাপ্তরা হলেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ (আনারস), উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী (হেলিকপ্টার), যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহ সভাপতি প্রবাসী শমসাদুর রহমান রাহিন (শালিক), বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (টেলিফোন), কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী (ঘোড়া), যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম (মোটর সাইকেল)।
বিএনপি ঘরণার প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ চৌধুরী (কাপ-পিরিচ), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী গৌছ খান (কৈ মাছ), যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ স্পোটর্স ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া (দোয়াত-কলম), যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন (উট)।
উপজেলা ভাইস পদে আওয়ামী লীগ ঘরণার প্রার্থীদের মধ্যে প্রতীকপ্রাপ্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ (টিউবওয়েল), উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট (মাইক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু (টিয়া পাখি)।
বিএনপি ও আঞ্জুমানে আল-ইসলাহ ঘরণার প্রার্থীরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান (তালা), খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রব সরকার (চশমা) এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সদস্য ইসলাম উদ্দিন (বই)।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীকপ্রাপ্তরা হলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম (ফুটবল), আওয়ামী লীগ নেত্রী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার করিমা বেগম (কলস) এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন (প্রজাপতি)।