এবার নিজের দেশ ব্রাজিলের ওপর বেজায় চটেছেন দেশটির কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। তিনি জানিয়েছেন, এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের কোনো খেলাই দেখবেন না তিনি।
এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। দলটিতে সাহস ও নিবেদনের ঘাটতি আছে। দলটিতে অবশ্য সবকিছুরই অভাব আছে।’
এই ব্রাজিলিয়ান কিংবদন্তী আরো জানিয়েছেন, বর্তমান ব্রাজিল দলে সবকিছুই অনুপস্থিত। তার মতে দলটিতে আকাঙ্ক্ষা আর আনন্দের কিছুই নেই। সেই সাথে জানিয়েছেন, ব্রাজিলের ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচ দেখবো না। ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছি।
কোপায় ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৫ জুন। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে তারা।
//বাংলাদেশ প্রতিদিন