শনিবার (১৫জুন) দুপুরে সত্তিশ হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে পৌর এলাকার চরচন্ডি, মিয়াজনেরগাও, দূর্য্যাকাপন, হাবড়া রমজানপুর ও সত্তিশ গ্রামের ৪ শতাধিক পরিবারের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। ঈদের উপহার পেয়ে খুশি হয়ে দোয়া করেন সুবিধাভোগীরা।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, স্থানীয় সমাজসেবক ক্বারী আঙ্গুর মিয়া, নুরুল ইসলাম, তরুণ সংগঠক সাইদুর রহমান, সাইফুল শিকদার, সবুজ আহমদ সাগর, ইমন আহমদ, জিল্লুর রহমান, কামরুল শিকদার, আতিকুর রহমান, জুবায়ের শিকদার প্রমূখ।
দূর প্রবাসে থেকেও দীর্র্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার আটপাড়া গ্রামের প্রয়াত হাজী ফিরোজ শিকদারের ছেলে ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাড়াচ্ছেন। সহযোগিতা করছেন কখনো নীরবে, কখনো সরবে। স্বপন শিকদারের সৃজনশীল চিন্তাভাবনা ও পরিশ্রমের মাধ্যমে জনকল্যাণমুখী কাজ করছেন তারও আগে থেকে। তিনি করোনা মহামারি ও ভয়াবহ বন্যার সময়ে সবাই যখন গৃহবন্দি ঠিক তখন তিনি মানুষের কল্যাণে ছিলেন অগ্রভাগে। দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষ যখন অনাহারে দিন কাটাত তিনি নিয়মিত খাদ্যসামগ্রী মানুষের বাড়ি পৌঁছে দিয়েছেন। এছাড়া প্রতিটি দূর্যোগে ত্রাণ বিতরণ ও রমজানে ইফতার, প্রতি ঈদে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন। নিয়মিতভাবে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা, বন্যার সময় রান্না করা খাবার বিতরণ, নগদ টাকা বিতরণও করে থাকেন। এছাড়াও প্রতিনিয়ত এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে সহায়তাসহ সামাজিক নানান কাজ দেখা মিলে মানবিক এই ছাত্রলীগ নেতা স্বপন শিকদারকে। পাশাপাশি উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। তবে তার এমন মনোভাব এবং বিশ্বনাথের মানুষের জন্য কাজ করে যেতে চান বলে এমনটাই আশা ব্যক্ত করেন স্বপন শিকদার।