সিলেটের বিশ্বনাথের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকার বেড় জাল ও ১০ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৫০হাজার টাকার জাল জব্দ করা হয়েছে। উপজেলার রামপাশা বড় হাওড় ও সিরাজনগরের খাল থেকে বেড় জাল ও বিশ্বনাথ নতুন বাজার এলাকা থেকে কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ফিক্সড ইঞ্জিনের জন্যে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট শাহিনা আক্তার’র নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে (১৯৫০) এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্যাটের উপস্থিতিতে জব্দকৃত বেড় জাল ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ সহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সচেতনমহলের দাবী, কারেন্ট জালসহ পোনা মাছ নিধনকারী অন্যান্য জাল উৎপাদন যদি বন্ধ না করা হয়। তাহলে এভাবে জরিমানা আদায় করে কোনো লাভ নেই। এসকল জাল উৎপাদন বন্ধ করতে সরকারের প্রতি দাবী জানিয়েছেন তারা।
জরিমানা আদায় ও জাল আটকের সত্যতা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট শাহিনা আক্তার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানে উপজেলার হাওড়াঞ্চলে মাছের প্রজনন মৌসুম চলমান থাকায় দেশে মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে পোনা মাছ নিধন করা হতে বিরত থাকতে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি। পাশাপাশি কারেন্ট জাল বিক্রি না করার জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে এ অভিযান অব্যাহত থাকবে।