সিলেটের বিশ্বনাথে আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদীয়া দাখিলমাদ্রাসা সুপার রায়হান উদ্দিনের বিরুদ্ধে নানা দূর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে তার অপসারন দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় আমতৈল বাজারে বৃহত্তর আমতৈল ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত ৭ সেপ্টেম্বর অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দাখিল করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা সুপার রায়হান উদ্দিন দূর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্মসাত করেছেন। তিনি ১০ লাখ টাকা নিয়ে সহ-সুপার পদে শফিকুল ইসলাম নামে এক কেরানীকে নিয়োগ দিয়েছেন। এছাড়া ১০-১৫ লাখ টাকা নিয়ে আরও কয়েকজন অযোগ্য ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দিয়েছেন। এখন এলাকাবাসী এগুলোর জবাব চাইলে সুপার পালিয়ে গেছেন। যার কারনে মাদ্রাসায় বর্তমানে অচলাবস্থা সৃষ্ঠি হয়েছে। তারা অতি বিলম্বে সুপার ও সহ-সুপারের অপসারণ দাবি করেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন এলাকাবাসী।