বিশ্বনাথে সেতুর মুখে গর্ত নিয়ে সংবাদ প্রকাশের পর নকিখালীতে ধেবে যাওয়া সেই সেতুর মুখ ও সড়কে খানাখন্দ ভরাটসহ উন্নয়নে কাজ শুরু করেছে সিলেট সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষ। এর আগে ওই সেতুর মুখ ধেবে গিয়ে গর্তের সৃষ্টি হলে প্রায় দুই সপ্তাহ অধিক সময় সংস্কারের অভাবে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত।
এনিয়ে গত ২২ অক্টোবর জাতীয়সহ পত্রিকাসহ বিশ্বনাথকন্ঠ অনলাই সংস্করণে “বিশ্বনাথে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যানচলাচল” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে বিশ্বনাথ-লামকাজী এ সড়কের নকিখালী সেতুর ধেবে যাওয়া মুখ সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপদ (সওজ)।
প্রবীন সাংবাদিক ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ বলেন, সংস্কারের অভাবে পনেরদিন অধিক সময় নকিখালী সেতুর মুখের অবস্থা খুবই নাজুক ছিলো। জাতীয়সহ স্থানীয় অনলাইন পোর্টাল বিশ্বনাথকন্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের কাছে পৌঁছলে পরবর্তীতে সেতুর মুখসহ সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কার কাজ শুরু হওয়ায় চলাচলকারী যান চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) আমির হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে সেতুর মুখ ভরাটসহ বিশ্বনাথ-লামাকাজী সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কারের কাজ শুরু করি। শীঘ্র্রই সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে।