ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মহান বিজয় দিবসে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম’র আলোচনা সভা Logo বিশ্বনাথে প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন Logo মহান বিজয় দিবসে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শ্রদ্ধার্পন Logo বিশ্বনাথে লন্ডনের ‘সিডক অফ সাদাকা’র বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo জনগণের স্থান উপরে রেখে সবাইকে কাজ করতে হবে: বিশ্বনাথে জেলা প্রশাসক   Logo বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী আনছার আলীর কম্পিউটার প্রদান Logo কুয়েতে বিশ্বনাথের শালা-দুলাভাইয়ের করুণ মৃত্যু : এলাকায় শোকের মাতম Logo যুক্তরাজ্য প্রবাসী স্বপন শিকদার‘র শীতবস্ত্র বিতরণ Logo বিশ্বনাথে আগুনে চার বসতঘর পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান দয়াল’র সহায়তায় ফ্রি চিকিৎসা

বিশ্বনাথে সংবাদ প্রকাশের পর সেতুর মুখে গর্ত সংস্কার

বিশ্বনাথে সেতুর মুখে গর্ত নিয়ে সংবাদ প্রকাশের পর নকিখালীতে ধেবে যাওয়া সেই সেতুর মুখ ও সড়কে খানাখন্দ ভরাটসহ উন্নয়নে কাজ শুরু করেছে সিলেট সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষএর আগে ওই সেতুর মুখ ধেবে গিয়ে গর্তের সৃষ্টি হলে প্রায় দুই সপ্তাহ অধিক সময় সংস্কারের অভাবে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত

এনিয়ে গত ২২ অক্টোবর জাতীয়সহ পত্রিকাসহ বিশ্বনাথকন্ঠ অনলাই সংস্করণে “বিশ্বনাথে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যানচলাচল” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে বিশ্বনাথ-লামকাজী এ সড়কের নকিখালী সেতুর ধেবে যাওয়া মুখ সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপদ (সওজ)।

প্রবীন সাংবাদিক ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ বলেন, সংস্কারের অভাবে পনেরদিন অধিক সময় নকিখালী সেতুর মুখের অবস্থা খুবই নাজুক ছিলো। জাতীয়সহ স্থানীয় অনলাইন পোর্টাল বিশ্বনাথকন্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের কাছে পৌঁছলে পরবর্তীতে সেতুর মুখসহ সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কার কাজ শুরু হওয়ায় চলাচলকারী যান চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) আমির হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে সেতুর মুখ ভরাটসহ বিশ্বনাথ-লামাকাজী সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কারের কাজ শুরু করি। শীঘ্র্রই সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মহান বিজয় দিবসে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম’র আলোচনা সভা

বিশ্বনাথে সংবাদ প্রকাশের পর সেতুর মুখে গর্ত সংস্কার

আপডেট সময় ০৯:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

বিশ্বনাথে সেতুর মুখে গর্ত নিয়ে সংবাদ প্রকাশের পর নকিখালীতে ধেবে যাওয়া সেই সেতুর মুখ ও সড়কে খানাখন্দ ভরাটসহ উন্নয়নে কাজ শুরু করেছে সিলেট সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষএর আগে ওই সেতুর মুখ ধেবে গিয়ে গর্তের সৃষ্টি হলে প্রায় দুই সপ্তাহ অধিক সময় সংস্কারের অভাবে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত

এনিয়ে গত ২২ অক্টোবর জাতীয়সহ পত্রিকাসহ বিশ্বনাথকন্ঠ অনলাই সংস্করণে “বিশ্বনাথে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যানচলাচল” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে বিশ্বনাথ-লামকাজী এ সড়কের নকিখালী সেতুর ধেবে যাওয়া মুখ সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপদ (সওজ)।

প্রবীন সাংবাদিক ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ বলেন, সংস্কারের অভাবে পনেরদিন অধিক সময় নকিখালী সেতুর মুখের অবস্থা খুবই নাজুক ছিলো। জাতীয়সহ স্থানীয় অনলাইন পোর্টাল বিশ্বনাথকন্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের কাছে পৌঁছলে পরবর্তীতে সেতুর মুখসহ সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কার কাজ শুরু হওয়ায় চলাচলকারী যান চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) আমির হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে সেতুর মুখ ভরাটসহ বিশ্বনাথ-লামাকাজী সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সংস্কারের কাজ শুরু করি। শীঘ্র্রই সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে।