এ সময় বিভিন্ন মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় মুদি দোকান, কাঁচাবাজার, শাকসবজির দোকান, ডিম ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার একদল পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনন্দা রায় জানান, নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে। বিশেষ করে সবজি, ডিম ও কাঁচা বাজারে বিশেষ নজর দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করেছেন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার মনিটরিং করা হয়েছে। ভবিষ্যতে সচেতন না হলে ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।