সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে একটি কম্পিউটার প্রদান করেছেন ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি, পদ্মা মানি ট্রান্সফার ও কার্গো লিমিটেডের ডিরেক্টর ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা স্বপন শিকদার।
রোববার (৩ নভেম্বর) বিকেলে স্বপন শিকদারের পক্ষে ৪০ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার সেট প্রেসক্লাব নেতৃবৃন্দের হস্তান্তর করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন।
প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করায় স্বপন শিকদারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না ও সাধারণ সম্পাদক নবীন সোহেল।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী স্বপন শিকদার বিশ্বনাথ পৌরসভার আটপাড়া গ্রামের প্রয়াত হাজী ফিরোজ শিকদারের ছেলে। সাংবাদিক বান্ধব এ প্রবাসী বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে আসবাবপত্রসহ বিভিন্ন সময় শুভেচ্ছা উপহার ও অনুদান দিয়েছেন। এছাড়াও দূর প্রবাসে থেকেও র্দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাড়াচ্ছেন। সহযোগিতা করছেন কখনো নীরবে, কখনো সরবে। প্রতিটি দূর্যোগে ত্রাণ বিতরণ ও রমজানে ইফতার, প্রতি ঈদে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন। প্রতিনিয়ত এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে সহায়তাসহ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন।