কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোজ নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার প্রত্যাশায় ও তাঁর পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, সাংগঠনিক সম্পদক আব্দুল মুমিন মামুন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, যুবদল নেতা জাকির মিয়া, আসকর আলী, আহাদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল, যুগ্¥ আহবায়ক সাঈদ আহমদ, তছলিম আহমদ, লিলু মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, ছাত্রদল নেতা আব্দুর রহমান, মাছুম আলী, রায়হান আহমদ, কামরান, শাকিল, মান্না, কলেজ ছাত্রদল নেতা সুজেল আহমদ, ফয়ছল আহমদ, মুন্না, কাওছার আহমদ, তাজুল ইসলাম, হাসান আল মামুনসহ উপজেলা-পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল নিখোজ হওয়ার পর থেকে প্রতি মাসের ১৭ তারিখ দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে বিএনপি।