এসো না সবাই মিলেমিশে গাই, এ সুর যাবে বহুদূর” এ প্রতিপাদ্যকে নিয়ে বর্ণ্যাঢ্য আয়োজনে সিলেটের বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্মৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘বিশ্বনাথ মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম কাওছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহাম্মদিয়া ্মআরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামাতের নায়েবে আমির মাস্টার এমাদ উদ্দিন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজি মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজি জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাংবাদিক মোস্তাক আহমদ।
সংগঠনের নতুন পরিচালক মাওলানা মুক্তার হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ম্যানেজমেন্ট কমিটির সদস্য রিপন তানবীর, পর্তুগাল প্রবাসী রেজাউর রহমান অলি, সৈয়দ মিছবাহুল মোহন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বনাথ মহিলা কলেজের প্রিন্সিপাল মোছন মিয়া। কেরাত পরিচালক হাফিজ তাবভীর হুসাইনের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান । পরে সংগঠনের শিল্পীদের অংশগ্রহনে গাওয়া হয় ইসলামিক সংগীত।
অনুষ্ঠানে বক্তারা বলেন- এসো না সবাই মিলেমিশে গাই, এ সুর যাবে বহুদুর” সুস্থ বিনোদনের নতুন আঙ্গিনা প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ একটি জনপদ। প্রবাসে এই জনপদের মানুষ এর আলোকিত পদচারণা রয়েছে অনেক। বিশ্বনাথ আলোকিত সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ’ সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের দ্বারা বিশ্বনাথে ইসলামের আলো ছড়িয়েছে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা সুদুর প্রবাসে থেকেও দেশে-বিদেশে ইসলামের আলো ছড়িয়ে দিতে কাজ করবেন এটা প্রত্যাশা।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠক টিপু, সাংবাদিক রুহেল উদ্দিন, সালেহ আহমদ সাকি, বদরুল ইসলাম মহসিন, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের ব্যাক্তিবর্গ।
আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ নব গঠিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীলরা হলেন, পরিচালক মাওলানা মুখতার হোসাইন নির্বাহী পরিচালক: জামাল আহমদ, অর্থ পরিচালক: ইসমাইল হুসাইন অফিস পরিচালক: শাবলু মিয়া কেরাত পরিচালক: হাফিজ তানভীর হুসাইন, শিশু-কিশোর পরিচালক: শিব্বির আহমদ, মিডিয়া পরিচালক: আরাফাত রহমান, শিক্ষা বিষয়ক পরিচালক: দিলোয়ার আহমদ, আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক: তানভীর আহমদ, থিয়েটার পরিচালক: রাজন আহমদ, গ্রাফিক্স ডিজাইনার পরিচালক: সাকিব আহমদ, সাহিত্য পরিচালক: আহমদ মারজান, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক: জুবায়ের তাশরিফ, প্রযুক্তি পরিচালক: খাইরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পরিচালক: মারজান আহমদ, দাওয়াহ ও গবেষণা পরিচালক: মাছুম আহমদ, সাধারণ সদস্যবৃন্দ: মো: রবিউল ইসলাম, হা: মো: মুশফিকুর রহমান রাফি, মো: সাঈফ আহমদ, মোহাম্মদ আলী, তাহমিদ হাসান, হাঃ মো: জুবায়ের আহমদ, মোঃ হাবিবুর রহমান মামুন, মো: মুহাইমিন আহমদ, মোঃ শরীফ আহমদ, মো: আতিকুর রহমান, মো: আরিফ আহমদ, মো: সামিন সাদ, মো: কামিল আহমদ, মো: মাহদি হাসান রাফি, মো: হোসাইন আহমদ, মো: ইফতেখার আহমদ আরাফাত, মো: তুহিন আহমদ, মো: মাহির আলম আয়ান, আব্দুল্লাহ আল নোমান।
পরে সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি ও ৩৫ সদস্য বিশিষ্ট ম্যানেজমেন্ট কমিটির পরিচয় করে দেওয়া হয়।