‘এখনই পদক্ষেপ গ্রহণ করি-শান্তিময় বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়েছে। শনিবার দুপুরে দিবসটি উপলক্ষে বিশ্বনাথ পিএফজির উদ্যোগে মানববন্ধন কর্মসূচীসহ, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মানবন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করে বিশ্বনাথের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির দিরাই গড়তে চায়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে দেশের উন্নয়ন, অন্যদিকে সহিংসতা, ধর্মীয় বিভেদ, গণঅভ্যুত্থানের মতো ঘটনাগুলো আমাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার। শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, সংঘাত নয়, শান্তিই হোক বাংলাদেশের পথচলার অনুপ্রেরণা হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
এরআগে উপজেলা বিআরডিবির সামন থেকে একটি র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক পক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপরে মানববন্ধনে এসে মিলিত হয়।
বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোনায়েম খান এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস এর ফিল্ড সমন্ময়কারী কুদরত পাশা, পিএফজির আন্তধর্মীও কমিটির আহবায়ক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক, সদস্য হোসাইন আহমদ শাহীন, হাজী সিতাব আলী, কাওছার খান, জয়নাল আবেদিন, বেগম স্বপ্না শাহীন, নাজমা বেগম, রাসনা বেগম, মুক্তা রানী দাশ, হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, ইয়ূথ পিস এম্ভাসেডর গ্রুপ এর শাহ টিপু, আব্দুল্লাহ, ফয়ছল, জাহিদুল ইসলাম, ফয়ছল প্রমূখ।