‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ ‘সকলে মিলে গড়ে তুলি এক অহিংস বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে বিশ্বনাথ বাসিয়া সেতুর উপরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এমআইএস প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফর ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর মোনায়েম খান।
সমন্বয়কারী সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজির) অ্যাম্বাসেডর তজম্মুল আলী রাজু।
এসময় আরও বক্তব্য রাখেন পিএফজির সিনিয়র সদস্য জয়নাল আবেদিন, আবুল বশর মো. ফারুক, তরিকুল ইসলাম, জামাত নেতা আব্দুস সোবহান, সংগঠক ডা. বিভাংশু গুন বিভু ও শিক্ষক শফিক আহমদ পিয়ার।